বাউফলে ২শত ১৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

বাউফলে ২শত ১৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

নিজস্ব প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)   : পটুয়াখালীর বাউফলে শহীদ মিনার না থাকায় একুশে ফেব্রুয়ারির দিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছে না ২ শত ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীরা।  দীর্ঘদিন ধরে শহীদ মিনার ছাড়াই চলছে এ সব বিদ্যালয়। অদুর ভবিষ্যাতে সরকারি এসব প্রাথমিক বিদ্যালয়ে শহদি মিনার নির্মান করার মত কোন পরিকল্পনাও নেই প্রাথমিক শিক্ষা বিভাগের।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বাউফল উপজেলায় ২৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এরমধ্যে  মাত্র ১৬টি বিদ্যালয়ে  রয়েছে শহীদ মিনার।  আর বাকি ২ শত ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোন শহীদ মিনার।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল হক বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করার মত সরকারি অর্থ বরাদ্ধ দেয়া হয় না। তাই এখানকার সব বিদ্যালয়ে শহীদ মিনাার নির্মান করা সম্ভব হয়নি। শীঘ্রই সরকারিভাবে  শহীদ মিনার নির্মানের উদ্যোগ নেয়া হচ্ছে।  
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফিরোজ  বলেন, একুশ আমাদের জাতীয় চেতনা। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে । তাই  প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিত। শহীদ মিনার না থাকায় আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতে শহীদ মিনার নির্মান করা হয় , সেই বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক অচিরেই ব্যবস্থা গ্রহন করা হবে।